শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে ১২ ইটভাটা বন্ধ ১০ লাখ ৫ হাজার জরিমানা 

নলছিটি প্রতিনিধি

নলছিটিতে ১২ ইটভাটা বন্ধ ১০ লাখ ৫ হাজার জরিমানা 

ঝালকাঠির নলছিটিতে ১২ টি ইট ভাটা বন্ধ করে দেয়া হয়েছে এবং ১০ লাখ ৫ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ভাটায় একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, অবৈধ ইট ভাটায় আমাদের ৫ জন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ৯টি মামলায় ১০ লাখ ৫ হাজার টাকা জরিমানা  ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ